• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হজ ক্যাম্পের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন: আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৮
হজ ক্যাম্প করোনাভাইরাস আইইডিসিআর

যারা হজ ক্যাম্পে আছেন তারা কেউ ভাইরাসে আক্রান্ত নয়, তাদের থেকে কেউ আক্রান্ত হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

মহাখালীস্থ নিজ দপ্তরে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্ক্র্যানিং মানেই সবাইকে ডেস্কে নিয়ে করা হবে তা নয়। সবাইকে ফর্ম দেয়া হয়, তার ভিত্তিতে আলাদাভাবে করা হয়। আর যারা আসছে সবাই স্ক্র্যানিং এর মধ্যে দিয়ে যায়। স্থলবন্দরগুলোও স্ক্র্যানিংয়ের আওতায় আনা হয়েছে। চীন ছাড়া অন্য দেশে এখনো সেইভাবে ছড়ায়নি।

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আরও বলেন, কিন্তু যদি ভারতে অথবা মিয়ানমারে হয় সেই জন্য অগ্রিম প্রস্তুতি নেয়া হয়েছে। ১৭১ জন আরও অপেক্ষায় আছে। তাদের কোনো তথ্য পাওয়া যায়নি। তারা যখন আসবেন তাদেরও কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে তিনি গতকালও দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছিলেন।

গতকাল তিনি বলেন, চীন থেকে আসা ৬ হাজার ৭৮৯ জনকে স্ক্র্যানিং-এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের কারো মধ্যেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে আশকোনায় পর্যবেক্ষণে থাকা নতুন একজনসহ মোট দুজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে নমুনা পরীক্ষার জন্য।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh