• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে তদন্ত করছে আইসিসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩
এবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে তদন্ত করছে আইসিসি
ফাইল ছবি

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করতে জারি নয় আইসিসি।

আজ মঙ্গলবার রাজধানীতে হোটেল সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর হাসিকো মোকোচোকো।

তিনি বলেন, অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করার চেষ্টা করবে এই আদালত। ব্যক্তি পর্যায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রোহিঙ্গাদের ওপর রাখাইনে সংঘটিত অপরাধ খতিয়ে দেখা হবে আদালতে এবং এই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। রাখাইনে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার দলিল সংগ্রহ করা হচ্ছে।

এর আগে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার বিচার শুরু করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা ও বৈষম্য অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
X
Fresh