logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী মারা গেছেন

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী মারা গেছেন
ফাইল ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকায় বনানীর বাড়িতে তিনি মারা যান।

উমা কাজীর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই সন্তান মিষ্টি কাজী ও খিলখিল কাজীকে রেখে গেছেন।

১৯৭৫ সালে কাজী নজরুল ইসলামের সঙ্গে সপরিবারে বাংলাদেশে চলে এসেছিলেন তিনি। এরপর থেকে তিনি বনানীতে বাস করছিলেন। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কাজী নজরুল ইসলামের ছেলে কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে।

এমকে

RTVPLUS