• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৫ জানুয়ারি ২০২০, ১০:২৬
ঘন কুয়াশা শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি

ঘন কুয়াশার কারণে প্রায় ১৩ ঘণ্টা ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে মাঝ পদ্মায় আটকে আছে ৬টি ফেরি। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক ছোট-বড় গাড়ি। কনকনে শীতে আটকেপড়া যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক(মেরিন) আহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ৯টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝপদ্মায় আটকে আছে ৬টি ফেরি।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোঃ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ৯টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক ছোট বড় গাড়ি।

মাঝপদ্মায় নোঙর করে আছে ৬টি ফেরি। নোঙর করে রাখা ফেরিগুলোর মধ্যে রয়েছে প্রায় ৭০টি গাড়ি।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে প্রায়ই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ছে। ফলে এ রুটে চলাচলের যাত্রীদের দেখা দিয়েছে চরম ভোগান্তি।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
ফেরি থেকে নামতে গিয়ে ট্রাক নদীতে
৯০ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ 
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
X
Fresh