• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশ সোমবার রাষ্ট্রীয় শোক পালন করবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০২০, ২৩:২৯
ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশ সোমবার রাষ্ট্রীয় পালন করবে
ফাইল ছবি

ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে বাংলাদেশ।

আজ রোববারে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একদিনের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে শোক পালনের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও তার রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনা বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত শুক্রবার ওমানের সুলতান কাবুস বিন সাইদে মৃত্যুবরণ করেন

৭৯ বছর বয়সী সুলতান কাবুস বিন সাইদ ছিলেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘজীবী আরব শাসক। বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে সরাসরি জানানো না হলেও ধারণা করা হচ্ছিল তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

১৯৭০ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের বাবাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন কাবুস বিন সাইদ। সেই থেকে ওমানকে প্রায় অবকাঠামোহীন, পশ্চাৎপদ, বিচ্ছিন্ন একটি আরব দেশ থেকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন তিনি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানা গেল ৪৬তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ
৪৬তম বিসিএস প্রিলির তারিখ নিয়ে যা জানাল পিএসসি
বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার
৪৬তম বিসিএস প্রিলির তারিখ জানাল পিএসসি
X
Fresh