• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দিল্লি সফর বাতিলে মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০২০, ২১:০৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লি সফর ব্যাখ্যা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দিল্লি সফর নিয়ে বেশ কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার (১১ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে রাইসিনা সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমন্ত্রণ পেয়েছিলেন। তবে একই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফর থাকার কারণে তিনি সেটাতে অংশ নিতে পারেননি।

সংলাপের আয়োজনকারী সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনকে (ওআরএফ) ইতোমধ্যে এ বিষয়ে তিনি জানিয়েও দিয়েছেন। এছাড়া দিল্লি সফরে কোনো দ্বিপক্ষীয় বিষয়ও তার শিডিউলে ছিল না। শাহরিয়ার আলমের দিল্লি সফর বাতিলে অন্য কোনো বিষয়ে সম্পৃক্ততা নেই।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবন্তিকার আত্মহত্যা : যে ব্যাখ্যা দিলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
গ্রামীন ব্যাংকের স্পষ্ট ব্যাখ্যার পরেও বিভ্রান্তি ছড়াচ্ছে ইউনূস সেন্টার
সোহান ও ম্যাথিউ ফোর্ডের হাতাহাতি ঘটনার ব্যাখ্যা দিল রংপুর
টেস্ট খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করলেন তাসকিন
X
Fresh