• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিকেলে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৯, ১৫:০০
বিকেলে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বিকেলে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। নয়াদিল্লিতে ইন্ডিয়ান ওশন ডায়ালগ (আইওআরএ) অংশ নিতে তার এ সফর। তবে নাগরিকত্ব সংশোধনী বিল পাস পরদিন তার এ সফর বিশেষ গুরুত্বের সাথেই দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতের আমন্ত্রণে মন্ত্রী ইন্ডিয়ান ওশন ডায়ালগে যোগ দিচ্ছেন।

শনিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে হবে । এরপর ওই দিন সন্ধ্যায় তার ঢাকা ফিরে আসার কথা রয়েছে।

গতকাল বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল পাসের এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ভারত ঐতিহাসিকভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। সেখান থেকে পদস্খলন হলে ভারতের যে ঐতিহাসিক অবস্থান, তা দুর্বল হয়ে যাবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষীদের
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
X
Fresh