logo
  • ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৭

গণহত্যার বিষয়টি স্বীকার করতে সু চির প্রতি আট নোবেলজয়ীর আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৭
গণহত্যার বিষয়টি স্বীকার করতে সু চির প্রতি আট নোবেলজয়ীর আহ্বান
ফাইল ছবি
রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করার জন্য মিয়ানমার নেত্রী অং সান সু চির প্রতি  আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের আট নোবেলজয়ী।

সোমবার এক যৌথ বিবৃতিতে সু চির প্রতি এই আহ্বান জানান তারা।

নোবেল ওমেন’স ইনিশিয়েটিভের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশিত হয়েছে। বিবৃতিদাতা আটজন হলেন- ড. মুহম্মদ ইউনূস (২০০৬)। ইরানের শিরিন এবাদি (২০০৩), লাইবেরিয়ার লেমাহ গবোই (২০১১), ইয়েমেনের তাওয়াক্কুল কারমান (২০১১), উত্তর আয়ারল্যান্ডের মাইরেড মাগুয়ের (১৯৭৬), গুয়াতেমালার রিগোবার্টা মেনচু তুম (১৯৯২), যুক্তরাষ্ট্রের জোডি উইলিয়ামস (১৯৯৭), ভারতের কৈলাস সত্যার্থী (২০১৪)।

এই নোবেলজয়ী আটজন বিবৃতিতে গণহত্যার জন্য সু চি ও মিয়ানমারের সেনা কমান্ডারদের জবাবদিহিতার আহ্বানও জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হওয়া গণহত্যাসহ অপরাধগুলো প্রকাশ্যে স্বীকার করার জন্য নোবেলজয়ী অং সান সু চির প্রতি আহ্বান জানাই। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, এই নৃশসংসতায় নিন্দা জানানোর পরিবর্তে সেটা অস্বীকার করেছেন সুচি।

এদিকে চলতি বছর নভেম্বরে রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার অভিযোগে নেদারল্যান্ডসে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’-এ (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গতকাল মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হয়েছে। মিয়ানমারের পক্ষে আদালতে উপস্থিত আছেন অং সান সু চি।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • জাতীয় এর সর্বশেষ
  • জাতীয় এর পাঠক প্রিয়