• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শাহজালালে সোয়া দুই ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০
শাহজালাল সোয়া দুই ঘণ্টা ফ্লাইট বন্ধ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাহিনীর মহড়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত অর্থাৎ ২ ঘণ্টা ২০ মিনিট সব ধরনের উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকবে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ন্যাশনাল প্যারডের সঙ্গে যে এয়ার শো অনুষ্ঠিত হবে, তার মহড়ার জন্যই এই সময়ে নোটাম জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এভিয়েশন সংশ্লিষ্টরা জানান, নোটিশ ফর এয়ারম্যান-নোটাম (NOTAM) হচ্ছে রুটে বা উড়োজাহাজের সুরক্ষাকে প্রভাবিত করতে পারে এমন কোনও সম্ভাব্য বিপদের জন্য উড়োজাহাজ চালকদের সতর্ক করতে বিমানবন্দর কর্তৃপক্ষের আগাম বার্তা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইন্টারনেটে কিছু দেখেই বিশ্বাস করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
---------------------------------------------------------------

গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারোডে এয়ার শো আয়োজনের মহড়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বুধবার দুই ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকবে। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।’

তবে এই সময়ে উড়োজাহাজ ওটানামা ছাড়া বিমানবন্দরের অন্য কার্যক্রমগুলো যথারীতি চলবে বলে জানান তিনি।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
X
Fresh