• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমার সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৯:১১
মিয়ানমার সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান
ফাইল ছবি

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ মিয়ানমার সফরকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, সফরকালে তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও কার্যক্রম সম্প্রসারণের উপায় এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

গত মাসে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সেনাপ্রধানের মিয়ানমার সফর বাংলাদেশের জন্য ভালো হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের মধ্যে আলোচনার আরেকটি পথ খুলে দেবে।

সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আরেকটি অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাই। আমি মনে করি সেনাপ্রধানের সফর আমাদের জন্য মঙ্গলই হবে। এটা আমাদের জন্য ভালো হবে।

ড. মোমেন আরও বলেন, মিয়ানমার বাংলাদেশের শত্রু না বরং বন্ধু এবং তাদের সেনাবাহিনী মিয়ানমারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
‘আর্মড-গার্ড থাকলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটত না’
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh