• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৯, ২৩:২২
পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এই বৈঠকে শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের আহ্বায়ক রুস্তম আলীর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল অংশ নেয়।

এছাড়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও বিআরটিএর কর্মকর্তারা এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় প্রবেশ করেন।

এর আগে মঙ্গলবার রাতে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কয়েকজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর মনিপুরী পাড়ার বাসায় বৈঠক করেন। মতবিনিময়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সারাদেশ থেকে সংগঠনের নেতারা ঢাকায় আসেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন।

গত ১ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করে সরকার। তবে নতুন আইনে মামলা ও শাস্তি দেয়ার কার্যক্রম মৌখিকভাবে দুই সপ্তাহ পিছিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে নতুন আইন নিয়ে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার থেকে ট্রাফিক সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী 
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
X
Fresh