• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোনো অজুহাতেই চা‌লের দাম বাড়া‌নো যা‌বে না: খাদ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৯, ১৩:০৮
অজুহাত চা‌লের দাম খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৪ লাখ মেট্রিক টনের বেশি খাদ্য মজুদ আছে। দাম বাড়ার কোনো কারণ নেই। যদি কোনো পাইকারী ব্যবসায়ী খুচরা ব্যবসায়িদের কাছে বেশি দামে বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে সচিবালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কোনো অজুহাতেই দাম বাড়ানো মেনে নেওয়া হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বাজারে চাল সরবরাহের কোন ঘাটতি নেই। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। কেউ অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তদারকির জন্য এরইমধ্যে মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। চালের দাম আর বাড়বে না বরং আগের দামে নিয়ে আসতে হবে। কোনো অজুহাতেই চা‌লের দাম বাড়া‌নো যা‌বে না।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বঙ্গবন্ধু কন্যা নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন’
‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে না’
‘জয় বাংলা স্লোগান’ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা : খাদ্যমন্ত্রী
রমজানে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে : খাদ্যমন্ত্রী
X
Fresh