• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কিছুদিনের মধ্যেই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ নভেম্বর ২০১৯, ০৮:৩৯
কিছুদিনের মধ্যেই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে প্রধানমন্ত্রী
ফাইল ছবি

কিছুদিনের মধ্যেই ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে। এসব পেঁয়াজ টিসিবির মাধ্যমে সারাদেশে বিক্রি করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোন কোন দেশে পেঁয়াজ পাওয়া যায় তা দেখছি। মিশর ও তুরস্ক থেকে ৫০ হাজার মেট্রিক টনের এলসি করা হয়েছে। কিছুদিনের মধ্যে এই পেঁয়াজ আসলে জেলায় জেলায় চলে যাবে। টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

তিনি বলেন, ভারতও পেঁয়াজ আমদানি করছে। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ রুপিতে। তবে একজন সংসদ সদস্য বলেছেন ভারতে পেঁয়াজের কেজি আট রুপি এটা ঠিক না। এটা বিক্রি হচ্ছে একটি স্টেটে। সেখান থেকে পেঁয়াজ বাইরে আসতে দেয়া হচ্ছে না। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার অনুরোধে এলসি করাগুলো দিয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে আসলে শুধুমাত্র একটি মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়। ১২ মাস যাতে হতে পারে সেভাবে উদ্ভাবন করেছেন আমাদের বিজ্ঞানীরা। আমরা ভবিষ্যতে এই পেঁয়াজের বীজ বাজারজাত করবো। সে সময় আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমাদের নিজের চাহিদা আমরা নিজেরাই উৎপাদন করতে পারব।

আরো পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh