• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মান নিশ্চিত করেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০১৯, ১২:৫৪
জাহিদ মালেক। ছবি- সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে দেশে ও দেশের বাইরে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হয়ে।

আজ শনিবার (২২ জুন) সকালে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলার কোনও কারণ নেই জানিয়ে অভিভাবকদের নিশ্চিন্তে ক্যাম্পেইনে অংশ নেয়ার অনুরোধ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের ক্যাপসুল একাধিকবার ল্যাবে পরীক্ষা করা হয়েছে। মান নিয়ে কোনও প্রশ্ন নেই। মানুষের জনসচেতনতা বাড়ার কারণে বর্তমানে রাতকানা রোগ একেবারেই কমে গেছে। যখন এই ক্যাপসুল খাওয়ানো শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাতকানা রোগের হার ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ। বর্তমানে তা দাঁড়িয়েছে মাত্র ০ দশমিক ৪ শতাংশ।

তিনি বলেন, শিশুদের অবশ্যই ভরা পেটে এই টিকা খাওয়াতে হবে এবং অসুস্থ অবস্থায় খাওয়ানো যাবে না। অসুস্থ অবস্থায় খাওয়ালে শরীরের অন্যান্য প্রতিক্রিয়া দেখা দেবে। তাই তাদের জন্য আগামী ১০ দিন টিকা খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া পাহাড়ি অঞ্চলে বা একেবারে প্রত্যন্ত অঞ্চলে তিনদিন ধরে এই টিকা খাওয়ানোর কার্যক্রম চলবে।

আজ সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ-৩ আসনে ফের জাহিদ মালেকের জয়
X
Fresh