• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন

  ১৫ জুন ২০১৯, ১১:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ধরনের অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ দিয়েছেন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন প্রধানমন্ত্রী। এসময় একটি অনলাইন নিউজপোর্টালের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে তিনি জানতে চান, এই নিউজপোর্টাল নিবন্ধিত কি না। এ সময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে, নিয়মে আসা প্রয়োজন। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে অনলাইনগুলো রেজিস্ট্রেশন করেন, পরে উত্তর দেব।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী হিসেবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করছেন শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তৃতার একাংশ পড়েন প্রধানমন্ত্রী। আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা  
X
Fresh