• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বসেছে পদ্মা সেতুর ১২তম স্প্যান, দৃশ্যমান ১৮০০ মিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০৬ মে ২০১৯, ১৩:০৭

স্বপ্নের পদ্মা সেতুর ১২তম স্প্যান ‘৫-এফ’ (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে।

আজ সোমবার (৬ মে, ২০১৯) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর সীমান্তের ২০ ও ২১ নম্বর পিলারের উপর এ স্প্যানটি বসানো হয়। এ স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৮০০ মিটার।

এর আগে শুক্রবার (৩ মে ২০১৯) স্প্যান বসানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড় ফণীর কারণে তা বাতিল করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সকাল সাড়ে ৮ টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের ‘৫-এফ’ স্প্যানটিকে বহন করে নিয়ে আসে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন।