• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নুসরাতের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হাতে, আগুনে পুড়েই মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৯, ২২:৩০
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যু আগুনে পুড়েই হয়েছে। নুসরাত জাহান রাফির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে শাহবাগ থানা পুলিশের কাছে নুসরাতের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগ।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, আমরা নুসরাতের ময়নাতদন্তের প্রতিবেদন শাহবাগ থানা পুলিশের কাছে জমা দিয়েছি। প্রতিবেদন অনুযায়ী, আগুনে পুড়েই নুসরাতের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে শাহবাগ থানার কনস্টেবল রমজান আলী বলেন, নুসরাতের ময়নাতদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। কিছু প্রক্রিয়া শেষে আগামীকাল (রোববার) মামলার তদন্ত কর্মকর্তার (আইও) কাছে পৌঁছে দেয়া হবে।

নুসরাতকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে গত ২৭ মার্চ মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই সময় থেকেই অধ্যক্ষ কারাগারে রয়েছেন।

পরে ৬ এপ্রিল সকালে নুসরাত মাদরাসায় পরীক্ষা দিতে গেলে তাকে কৌশলে মাদরাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই দিনই নুসরাতকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচ দিন পর ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মারা যান নুসরাত।

নুসরাতের শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নুসরাতের বড় ভাই ৮ এপ্রিল মামলা দায়ের করেন। ওই মামলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh