• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তাপদাহের মধ্যেও আজ হতে পারে স্বস্তির বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৯, ০৯:৪৪

ভোরের আলো ফুটতে ফুটতেই মৃদু ও মাঝারী তাপদাহে পুড়ছে মানুষ। সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না। শীতল হচ্ছে না চারপাশ। ফলে অসহনীয় গরমে মানুষ হাঁসফাঁস করছে। আজ শনিবার ঢাকায় সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে স্বস্তির খবর হচ্ছে আজ (শনিবার) বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাত হলে তাপদাহ কমে আসবে। এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া আজ চট্টগ্রামে ৩৬.১ ডিগ্রি, সিলেটে ৩৪.৪ ডিগ্রি, ময়মানসিংহে ৩৩.৮ ডিগ্রি, রাজশাহীতে ৪১.৫ ডিগ্রি, রংপুরে ৩৪ ডিগ্রি, খুলনায় ৪১.৪ ডিগ্রি, বরিশাল ৩৬.৬ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক শনিবার সকাল ৯টায় আরটিভি অনলাইনকে বলেন, আজ ঢাকায় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস ও দেশের বিভিণ্ন স্থানে এর চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দেখতি পারছি। তবে দুপুর গড়ালে বুঝা যাবে তাপমাত্রা কি অবস্থাতে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এ গরম পড়েছে। বৃষ্টি না হলে বায়ুমণ্ডল ঠাণ্ডা হবে না। বৃষ্টির পরেই তাপমাত্রা কমবে। আজ দেশের বিভিন্ন স্থানে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি আমরা।

তিনি আরও বলেন, তবে বৃষ্টিপাতের পর কিছুদিন তামপাত্রা কমবে। তবে মে মাসের মাঝামাঝি সময়ে আবহাওয়া ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে যাবে। তখন দিনের ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।