• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাশকতার কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৯, ১৪:২২

বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নাশকতার কোনও শঙ্কা নেই। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (১৩ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও সুনির্দিষ্ট আশঙ্কা নেই। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ঢাকাসহ সারাদেশে পহেলা বৈশাখের উৎসব এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। কেউ নাশকতা বা উসকানি দিয়ে অনুষ্ঠানে বাধার সৃষ্টি করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ উসকানিমূলক প্রচারণা চালাতে পারে সেজন্য সাইবার সিকিউরিটি বিভাগের সদস্যরা নিবিড় মনিটরিং করছে।

মন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বেড়েছে, তারা যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। পহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূল এলাকাসহ সারা ঢাকা শহর এবং দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।

রাজধানীর প্রতিটি বড় উৎসবস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতায় কোনও ধরনের নাশকতার শঙ্কা নেই। যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পহেলা বৈশাখের উৎসবকে শান্তিপূর্ণ করতে, সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করতে যা যা করনীয় তার সবই করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh