• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বুয়েটের সমাবর্তনে রাষ্ট্রপতি

রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না : রাষ্ট্রপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৯, ২১:১৯

তোমরা সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখবে। তবে কখনও মিথ্যার সঙ্গে আপস করবে না। বড় হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অসৎ পথে পা দেবে না। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাদশ সমাবর্তনে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, অন্যায় ও অসৎ পথের অর্জন ক্ষণস্থায়ী। এতে কোনও সম্মান নেই। আছে জীবনভর অনুশোচনা।

তিনি বলেন, জীবনে সবকিছু করবে নিজের মেধা ও সততাকে কাজে লাগিয়ে। সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটবে। দেখবে তোমার কর্ম তোমার জন্য সাফল্য আর সুনাম বয়ে আনবে।

-------------------------------------------------------
আরও পড়ুন : সুপ্রভাতের সেই বাসের নিবন্ধন সাময়িক বাতিল
-------------------------------------------------------

আবদুল হামিদ বলেন, আমাদের দেশ থেকে প্রতিবছর উচ্চশিক্ষার্থে বিপুল সংখ্যক প্রকৌশলী, প্রযুক্তিবিদ, স্থপতি ও পরিকল্পনাবিদ উচ্চশিক্ষা নিতে উন্নত দেশগুলোতে যাচ্ছেন। কিন্তু তাদের অনেকই দেশে ফেরেন না। এতে দেশ তাদের মেধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সমাবর্তনে ২০১১সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পযর্ন্ত শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগ থেকে ৫ হাজার ২৮৪ জন শিক্ষার্থী গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইসডি ডিগ্রি সনদ গ্রহণ করেন। ১৮ জন শিক্ষার্থী সবোর্চ্চ নম্বর প্রাপ্তির জন্য স্বর্ণপদক লাভ করেন।

অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাবর্তন বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিভিন্ন ডিনরা মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
X
Fresh