• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মরদেহ আনতে নিহতের স্বজনকে নিউজিল্যান্ড নেবে দেশটির সরকার

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০১৯, ১৭:২১

ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে নিহতদের পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে নিউজিল্যান্ড সরকার। জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রোববার (১৭ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে এ তথ্য জানানো হয়েছে। যেসব বাংলাদেশি নিহত হয়েছেন, ইতোমধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের পরিবার থেকে একজন করে সদস্যকে সরকারি খরচে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, নিউজিল্যান্ড সরকার বাংলাদেশকে জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে তারা মরদেহ হস্তান্তর করবে।