• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৯, ০৯:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজশাহী যাচ্ছেন।

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) জাতীয় পতাকা প্রদান-২০১৯ অনুষ্ঠানে যোগ দিতে তিনি রাজশাহীতে যাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী রোববার বেলা ১১টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে পৌঁছাবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা প্রদান) অনুষ্ঠানে যোগদান করে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে বিকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার থেকে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

এরআগে গত বছরে ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী নগর ও জেলায় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এফএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh