• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালাতে ইউএনএইচসিআর’র প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৯, ২২:০১

মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ (সোমবার) বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশে ইউএনএইচসিআরের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিভেন করলিস তার পরিচয়পত্র পেশ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান।

ড. মোমেন জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত তিন দফা, মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ও কফি আনান কমিশনের কথা তুলে ধরে রোহিঙ্গা সংকটের মূল কারণ নিরসনের ওপর জোর দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রতিনিধির প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান এ অঞ্চল ও এর আশপাশের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলতে পারে।