• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করবে ইইউ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৯, ১০:০১

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে এক সঙ্গে কাজ করা এবং সহযোগিতা প্রদানে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসজে তিরিংক বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সুশাসন, অর্থনৈতিক অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। ইইউ রাষ্ট্রদূত নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অভিনন্দন জানান।

ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি ট্রান্সমিশন, ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্পে ইতোমধ্যেই ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশে ইইউ’র বিনিয়োগ বৃদ্ধির জন্য আরও অনুকূল বাণিজ্য পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।