• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেন্দ্র্রীয় শহীদ মিনারে সৈয়দ আশরাফের স্মরণসভা আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৯, ০৮:৩১

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ (শুক্রবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গান-কবিতা ছাড়াও কথামালায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে অকুতোভয় বীরসেনানী সৈয়দ আশরাফকে স্মরণ করবেন বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি গোলাম কুদ্দুছ।

গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক কন্যা এবং বহু রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং নেতা-কর্মী রেখে গেছেন। রাজধানী ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নামাজে জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামকে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আরো পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh