• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুরনো দপ্তরেই বহাল আছেন যে ৫ মন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৯, ১২:৩৩

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় নতুন চমক উপহার দিয়েছে জনগণকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসন পায় আওয়ামী লীগ। এতে অনেক নতুন সাংসদ নির্বাচিত হন। তাই মন্ত্রিসভায়ও নতুনদের জয়গান। তবে পুরনোদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে পাঁচজনই আগের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্যের মধ্যে ২৭ জন প্রথমবারের মতো মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন। আবার চারজন আছেন—যারা সর্বশেষ মন্ত্রিসভায় না থাকলেও এর আগে আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলেন। এই দুই মিলিয়ে ৩১ জন সদস্য নতুন মন্ত্রিসভার নতুন মুখ।

নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্যের, যা প্রধানমন্ত্রীকে নিয়ে দাঁড়ায় ৪৭ জনে। এরমধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় এসেছেন তিনজন।

আগে মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে নতুন মন্ত্রিসভায় যে পাঁচজন একই দায়িত্বে রয়েছেন তারা হলেন-