• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আশরাফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৯, ২০:২৬

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা, বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার বাদ আছর রাজধানীর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কবরকে ঘিরে শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে উৎসুক জনতা ভিড় করেন। আব্দুল মোতালেবসহ বেশ কয়েকজন গোরখোদক মিলে কবর খোঁড়ার কাজ শেষ করেন। আশেপাশে শ্রদ্ধা জানিয়ে ব্যানার টাঙিয়ে রাখা হয় বিভিন্ন রাজনৈতিক নেতার পক্ষে।

এর আগে সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। এরপর হেলিকপ্টারে করে কিশোরগঞ্জে নেয়া হয় তার মরদেহ। সেখানকার শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।