• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নয়াপল্টনে জনসমাগম আচরণবিধি লঙ্ঘন নয়: রফিকুল ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ নভেম্বর ২০১৮, ২২:২৬

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে আসায় যে জনসমাগম হচ্ছে তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি একথা জানান।

রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতি আসন থেকে তিনজন করেও যদি নমিনেশন নিতে আসে তাহলে ৯শ’ জন হয়। আর তাদের সঙ্গে যদি দু’জন করে আসে তাহেল ১৮শ’ জন হয়। তাহলে নয়শ’ ও ১৮শ’ জন মিলে হয় ২৭শ’। এই তিন হাজার লোক কার্যালয়ের সামনে থাকেবে। এটাতো আচরণবিধি লঙ্ঘন নয়।

তিনি বলেন, এটা তো আচরণবিধি লঙ্ঘন করা নয়। আর এটাকে যদি আপনারা (সাংবাদিক) লেখেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তাহলে নিজের প্রতি অন্যায় করবেন। নিজের বাস্তবতার প্রতি অন্যায় করবেন, মানুষের প্রতি অন্যায় করবেন, দলের প্রতি অন্যায় করবেন।

এসএস