• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন ডিসেম্বরে হবে সেটা আমরা বলিনি: সিইসি

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

  ০৬ অক্টোবর ২০১৮, ২১:০৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে এটা এখনও ঠিক হয়নি। নির্বাচন ডিসেম্বররে হবে এটা আমরা বলিনি। যারা বলেছেন সেটা তাদের কথা। উনারা উনাদের হিসেব মতো বলেছেন।

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, যারা ইভিএম নিয়ে বিরোধিতা করছে, তাদেরকে ইভিএমের ব্যবহার দেখতে বলছি। তাহলে তারা আর ইভিএম নিয়ে বিরোধিতা করবে না।

এক প্রশ্নের জবাবে নির্বাচনে ইভিএমের ব্যবহার করতে হলে আরপিও সংশোধন করতে হবে জানিয়ে সিইসি বলেন, সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ৬৪ জেলায় ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না। সীমিত আকারে ব্যবহার হবে। ইভিএমের ব্যবহার সম্পর্কে মানুষকে জানানে ৬৪ জেলায় উন্নয়ন মেলায় সেটি প্রদর্শন করা হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান সিইসি কে এম নুরুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনার শনিবার বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় আসেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন :

এসএস/পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
X
Fresh