• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিকেলে মেরুল বাড্ডার ইউলুপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুলাই ২০১৮, ১২:১৪

রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপ চালু হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউলুপ উদ্বোধন করবেন।

গতকাল শুক্রবার রাজউকের প্রকল্প পরিচালক (হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প) জামাল আখতার ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মেরুল বাড্ডার ইউপুলটির উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এ জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, বাড্ডার ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। এতে প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে। নির্মাণকাজের দায়িত্বে ছিল স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

------------------------------------------------------
আরও পড়ুন : শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করলো বাংলাদেশ
-------------------------------------------------------

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লটারিতে ১২১ কর্মকর্তাকে বদলি
বিদেশেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান
দায়ীদের খুঁজছে রাজউক 
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
X
Fresh