• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চলতি বছর সীমান্তে একটিও হত্যাকাণ্ড হয়নি: বিজিবি ডিজি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ২২:২৮

চলতি বছর এখন পর্যন্ত সীমান্তে একটিও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। সীমান্ত হত্যা ক্রমেই কমে আসছে। জানালেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত 'বিজিবি-বিএসএফ' এর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র নয়, এ বিষয়ে আমরা উভয় বাহিনী একমত হয়েছি। সীমান্তে কোনো প্রাণনাশ গ্রহণযোগ্য নয়। বিএসএফ এখন নন লিথাল অস্ত্র ব্যবহার করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মতৈক্যে পৌঁছেছে। আর এজন্যই গত চার মাসে কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : জেনে নিন সেহরি ও ইফতারের সময়
--------------------------------------------------------

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিএসএফ ডিজি শ্রী কে কে শর্মা বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আমরা সচেষ্ট। আমরা চাই না সীমান্তে কোনো ধরনের মানবাধিকার লংঘিত হোক।

বিএসএফ ডিজি আরও বলেন, ফেনসিডিল ভারতে নিষিদ্ধ, বৈধভাবে ফেনসিডিল উৎপাদন হয় না। এ বিষয়ে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গতবছর প্রায় ৫ লাখ ৭০ হাজার বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে। ফেনসিডিলসহ বাংলাদেশে যে কোনো মাদক প্রবেশ ঠেকাতে আমরা সচেষ্ট।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেএনএফকে নির্মূল করা হবে : বিজিবি মহাপরিচালক
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক নিউইয়র্কে গ্রেপ্তার
ছোটবেলার থাপ্পড়ের প্রতিশোধ নিতে আফিলকে হত্যা করেন পুলক
X
Fresh