• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

শাহজালাল বিমানবন্দরে বেড়েছে পরিবহন দালালের দৌরাত্ম্য

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬
শাহজালাল বিমানবন্দরে বেড়েছে পরিবহন দালালের দৌরাত্ম্য
ফাইল ছবি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবহন দালালদের কারণে সাধারণ যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা।

ভুক্তভোগীরা জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় বহিরাগত দালালদের আনাগোনা বেশি। চক্রটি যাত্রীদের লাগেজ ধরে টানাহেঁচড়া করে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের জানান, নিয়মিত পরিবহন দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা। অনেককে গ্রেপ্তার করে সাজাও দেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে পুরো বিমানবন্দর সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, যাত্রীরা যাতে ভালোভাবে তাদের লাগেজ পান, সে বিষয়টি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও বলেন, যাত্রীরা যাতে দ্রুততম সময়ে লাগেজ পেয়ে যান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে পারেন, সেটা নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

মন্তব্য করুন

Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’
শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা
২ কোটি যাত্রী ব্যবহার করবে শাহজালাল বিমানবন্দর  
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানাল কর্তৃপক্ষ