• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দাফনের টাকা তিনগুণ বাড়ল

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ২২:২২
দাফন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীর দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার মাথাপিছু বরাদ্দ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

দাফনের যাবতীয় খরচ বাড়ানোর বিষয়টি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২তম সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এই অনুদানের ব্যয়ভার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত বাজেট কোভ থেকে নির্বাচন করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদানের বাড়তি অর্থের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আদেশের অনুলিপি বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব, কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকসহ দায়িত্বশীল সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
ইহসানুল করিমের দাফন সম্পন্ন
মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
বাবা চান দাফন করতে, সনাতন ধর্মাবলম্বীদের দাবি দাহ
X
Fresh