• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় নিযুক্ত উপদূতাবাস কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় বদলি

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ২৩:০০
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস

কলকাতায় দায়িত্ব পালনরত উপতদূতাবাসের প্রথম সচিব সানিউল কাদেরকে দায়িত্ব ত্যাগ করে জরুরি ভিত্তিতে দেশে আসতে বলা হয়েছে। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তিনি। ১২টার পরপরই সানিউল কাদের বাংলাদেশে প্রবেশ করেন বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মাহমুদুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল মঙ্গলবার বলা হয়, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব জনাব মোহাম্মাদ সানিউল কাদেরকে ঢাকার সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবিলম্বে তাকে কলকাতার দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, তিনি এবং তার পরিবার ভ্রমণ ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh