Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৪
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭:০৬

যাকে ভোট দিলেন শামীম ওসমান, জানালেন নিজেই (ভিডিও)

Shamim Osman, who voted, said himself

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে শেষ বেলায় ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আজ রোববার (১৬ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলে, ‘আমি নৌকায় ভোট দিয়েছি।’

রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোট দিয়েছেন তিনি। এর আগে ভোট শুরুর পর থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি শামীম ওসমানের।

নাসিক নির্বাচনে এবার মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৯টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

আরও পড়ুন...

কেএফ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS