• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই সপ্তাহ স্থগিত বইমেলা

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৫
Ekushey Book Fair hung
ফাইল ছবি

ঝুলে গেল এবারের অমর একুশে বইমেলা; যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। তবে এই মেলা কবে শুরু হবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছে সরকার। আজ রোববার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে, সেই তারিখ পরে নির্ধারণ করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একুশে বইমেলা শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। সরকারপ্রধান তা অনুমোদন না দিয়ে ২ সপ্তাহের জন্য মেলা স্থগিতের নির্দেশনা দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি।

কেএফ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও দুইদিন বাড়লো বইমেলার সময়সীমা
শবেবরাতের ছুটিতে জমজমাট বইমেলা
বই বিক্রেতা টিপু সুলতানকে সরিয়ে দেওয়া হলো
বইমেলায় কমলেশ রায়ের সায়েন্স ফিকশন ‘মানুষখানা’
X
Fresh