• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এক মাসে করোনা রোগী বেড়েছে ১৫ গুণ

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ২২:২০
করোনা পরীক্ষা: সংগ্রহীত

দেশে প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এ হিসেবে গত এক মাসে ১৫ গুণ বেড়েছে করোনা রোগী। গত ১৪ ডিসেম্বর ২৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এক মাস পর ১৪ জানুয়ারি ৪ হাজার ৩৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। এক মাসের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় ১৫ গুণ বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব বেড়েছে। সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে। উন্নত দেশগুলোতে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। সেই তুলনায় বাংলাদেশে সংক্রমণ বাড়লেও মৃত্যুর ঘটনা অপেক্ষাকৃত কম।

করোনা সংক্রমণ ঠেকাতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সভা-সমাবেশ বন্ধ, ঘরের বাইরে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশে সরকারিভাবে বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদেরও টিকা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ তিন হাজার ৬০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) তিন হাজার ৪৮৯ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়াও ফরিদপুরে ২০ জন,গাজীপুরে ২২ জন, গোপালগঞ্জে পাঁচজন, কিশোরগঞ্জে ১৫ জন, মাদারীপুরে পাঁচজন, মানিকগঞ্জে ১২ জন, মুন্সিগঞ্জে দুইজন, নারায়ণগঞ্জে ২৫ জন, নরসিংদীতে পাঁচজন, রাজবাড়ীতে দুইজন এবং টাঙ্গাইলে পাঁচজন শনাক্ত হন।

এ সময়ে চট্টগ্রাম বিভাগে সর্বমোট ৪১৮ জন করোনা রোগী শনাক্ত হন। তাদের মধ্যে চট্টগ্রামে ২৯৬ জন, কক্সবাজারে ৫৪ জন, বান্দরবানে নয়জন, রাঙ্গামাটিতে তিনজন, খাগড়াছড়িতে চারজন, ফেনীতে পাঁচজন, নোয়াখালীতে চারজন, লক্ষ্মীপুরে সাতজন, চাঁদপুরে ১১জন এবং কুমিল্লায় ২৫ জন শনাক্ত হন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে সর্বমোট ১১৭ জন আক্রান্ত হন। তাদের মধ্যে রাজশাহীতে ২৯ জন, নাটোরে ছয়জন, নওগাঁয় তিনজন, পাবনায় ১৭ জন, সিরাজগঞ্জে ১৩ জন, বগুড়ায় ২৫ জন এবং জয়পুরহাট ২৪ জন আক্রান্ত হন।

এ সময়ে রংপুর বিভাগে সর্বমোট ২৮ জন আক্রান্ত হন। তাদের মধ্যে রংপুরে আটজন, লালমনিরহাটে তিনজন, দিনাজপুরে ১৫ জন এবং গাইবান্ধায় দুইজন আক্রান্ত হন।

আলোচ্য সময়ে খুলনা বিভাগে সর্বমোট ৮১ জন আক্রান্ত হন। তাদের মধ্যে যশোরে ২৫ জন, ঝিনাইদহে ১৫ জন, খুলনায় ১৩ জন, কুষ্টিয়ায় ১৮ জন, মাগুরায় দুইজন, নড়াইলে সাতজন এবং সাতক্ষীরায় একজন শনাক্ত হন।

এ ছাড়াও বরিশাল বিভাগে সর্বমোট ২১ জন আক্রান্ত হন। তাদের মধ্যে বরিশালে ১৬ জন, পটুয়াখালীতে একজন, ভোলায় দুইজন এবং ঝালকাঠিতে দুইজন শনাক্ত হন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বমোট ৭৭ জন আক্রান্ত হন। তাদের মধ্যে সিলেটে ৬১ জন, হবিগঞ্জে পাঁচজন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হন।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরম বাড়তেই ঈদের পর ফের বেড়েছে তরমুজের দাম 
ঈদের আগে আরও বেড়েছে মাংসের দাম
কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম
X
Fresh