• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইভ্যালির গাড়ি ফেরতের নির্দেশ

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৯:২৪
ইভ্যালির গাড়ি: ফাইল ছবি

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো আগামী সাত দিনের মধ্যে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইভ্যালির রেজিস্ট্রেশন করা গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই গাড়িগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা গাড়ি ফেরত দেবেন না, তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোর তথ্য বিআরটিএ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।

উল্লেখ, ইভ্যালি পরিচালনায় পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
পুরনো গাড়ির মতো বসে গেছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
গাড়ি মালিকদের জন্য সুখবর
X
Fresh