• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১০০

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:১২
চলতি, বছরে, ডেঙ্গুতে, মৃত্যু, ১০০,
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছে। এ নিয়ে দেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০০ জনের।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার হাসপাতালে ২৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ১৮০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন।

জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৭৯ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪২৩ জন।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
X
Fresh