• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এবার ভ্যাকসিন না নিলে সব ধরনের সেবা বন্ধ

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২০:৪৪
ভ্যাকসিন

দেশে করোনাভাইরাস সংক্রমণ কমাতে সরকার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন।

এর আগে করোনা সংক্রমণ কমাতে ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করেছিল এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ চালু করতে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ প্রায় ৬ কোটি ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটির কাছাকাছি। সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারপরও দেখা যাচ্ছে- এখনও অনেকে টিকা নেননি এবং তাদের টিকা নেওয়ার আগ্রহও কম।

মন্ত্রী বলেন, জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দপ্তরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে।এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।বিষয়টি এখন চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
ক্যানসারের ভ্যাকসিন আনছে রাশিয়া!
দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে ঝুঁকি বেশি
X
Fresh