• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আফ্রিকা থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ১৭:১৭
আফ্রিকা, থেকে, এলে, ১৪, দিনের, কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক,
ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় আফ্রিকা মহাদেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সাউথ আফ্রিকায় দেখা দিয়েছে। এটা আফ্রিকার অনেকগুলো দেশে, এমনকি যুক্তরাজ্যসহ ইউরোপের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকা মহাদেশ বা দক্ষিণ আফ্রিকা থেকে আসতে নিরুৎসাহিত করতে চাইবো। তাদের সঙ্গে আমাদের যাতে কোনো ফ্লাইট না থাকে। ওখান থেকে যারাই আসুক তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। সেটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। আমরা চাই সশস্ত্র বাহিনীর ব্যক্তিরা সেই কোয়ারেন্টাইন ম্যানেজ করবেন।

এছাড়া যেসব দেশ ওমিক্রনে আক্রান্ত হয়নি সেখান থেকে টেস্টের সার্টিফিকেট নিয়ে দেশে আসা যাবে বলেও জানান তিনি।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh