• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে গত সপ্তাহে করোনায় মৃতদের ৮৮ শতাংশই টিকা নেননি

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৮:৪৬
দেশে, গত, সপ্তাহে, করোনায়, মৃতদের, ৮৮, শতাংশই, টিকা, নেননি,
ফাইল ছবি

২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৫ জন নারী। এই ২৫ জনের মাত্র তিনজন করোনার টিকা নিয়েছিলেন অর্থাৎ ১২ শতাংশ। কিন্তু বাকি ২২ জন অর্থাৎ ৮৮ শতাংশই টিকা নেননি।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জনের। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজনই পুরুষ এবং তারা ঢাকা বিভাগের।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh