• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘যেকোনো মুহূর্তেই ওমিক্রন চলে আসতে পারে’ 

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৮:২৫
যেকোনো, মুহূর্তেই, ওমিক্রন, চলে, আসতে, পারে,   
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যেকোনো মুহূর্তেই ওমিক্রন চলে আসতে পারে।সুতরাং স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতেই হবে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়ে শারফুদ্দিন আহমেদ বলেন, তিনি (শেখ হাসিনা) করোনায় অনেক দেশের তুলনায় ভালো ব্যবস্থাপক। আমেরিকায় ৮ লক্ষাধিক মানুষ করোনায় মারা গেছেন। আর আমাদের ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এ অবস্থায় যদি আমরা আরও বেশি তৎপর হই, স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা সবাই সুস্থ থাকব।

তিনি আরও বলেন, যেকোনো কাজের একটি সুনির্দিষ্ট পলিসি থাকা জরুরি। আবার সেই পলিসিটা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না সেটা বাস্তবায়ন করাও জরুরি।

আমাদের যেসব মেডিকেল আছে, সেগুলোতে ভবিষ্যতে লেখাপড়ার মান উন্নত করা দরকার বলেও জানান বিএসএমএমইউ ভিসি।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh