• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওমিক্রন ঠেকাতে যে ৪ সুপারিশ করল কারিগরি কমিটি

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১৭:২৬
ওমিক্রন ঠেকাতে যে ৪ সুপারিশ করল কারিগরি কমিটি
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চার দফা সুপারিশ করেছে কমিটি।

সভায় বলা হয়, ওমিক্রন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন উদ্বেগের বলে ঘোষণা করেছে। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা ও এর আশেপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

ওমিক্রন রোধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশগুলো হলো-

১. যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ঘটেছে সেসব দেশ থেকে বাংলাদেশে মানুষের প্রবেশ বন্ধ করতে বলা হয়েছে।

২. কেউ সম্প্রতি এসব দেশ থেকে আসলে তাদেরকে ১৪ দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা টেস্টে পজিটিভ হলে আইসোলেশনে রাখতে হবে।

৩. প্রতিটি বন্দরে প্রবেশমুখে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা জনসমাগম সীমিত করা ও চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করা হয়।

৪. করোনা পরীক্ষায় জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে পরীক্ষা চালুর সুপারিশ করা হয়।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh