Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে বঙ্গবন্ধু সেতুতে গাড়ি চলাচল বন্ধ

দৃষ্টিসীমা, ৪০, মিটারের, কম, হলে, বঙ্গবন্ধু, সেতুতে, গাড়ি, চলাচল, বন্ধ,   
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে বঙ্গবন্ধু সেতুতে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সেতুতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সেতু এলাকায় স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম পাওয়া গেলে সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ ছাড়া কুয়াশার সময় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS