• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় বেড়ে ২৫৫৪ ডলার

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৬:৫৪
জিডিপির, আকার, ৪১১, বিলিয়ন, মাথাপিছু, আয়, বেড়ে, ২৫৫৪, ডলার,
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

অর্থনীতির ভিত্তি বছর পুনর্নির্ধারণ করায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪১১ বিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এম এ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে জিডিপির আকার বেড়ে হয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার।

তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে হয়েছে।

এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে বলেও জানান মন্ত্রী।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকগুলোকে বেশি দামে ডলার কিনতে হবে!
রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মামলা চলবে
সোয়াপ চালুর ১০ দিনে রিজার্ভ বাড়ল ৫৯ কোটি ডলার
X
Fresh