• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদ প্রথম শ্রেণি করার সুপারিশ

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ২১:১২
জাতীয় সংসদ

সারাদেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদ প্রথম শ্রেণি (৯ম গ্রেড) করার সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুম এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে একই কর্মস্থলে ৫ বছরের বেশি কর্মরত কর্মকর্তাদের বদলি শুরু করেছে যুব অধিদপ্তর। ইতিমধ্যে ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অন্যদেরও বদলি চলমান রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ও কমিটির সদস্য নাজমুল হাসান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে উন্নত মানের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংসদীয় কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
X
Fresh