• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া 

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ২২:৫৩
বাংলাদেশিদের, সুখবর, দিলো, রোমানিয়া, 
প্রবাসী নির্মাণ শ্রমিক। ছবি: সংগৃহীত

বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দেশ রোমানিয়া। তবে কোন কোন সেক্টরে লোক লাগবে, আর কোন কোন সেক্টরে বাংলাদেশ লোক দিতে পারবে, তা বিবেচনা করা হবে। এ পর্যন্ত রোমানিয়ায় এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে।

সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোমানিয়ায় জনশক্তি রপ্তানির ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যা হলো বাংলাদেশে রোমানিয়ার মিশন নেই। তারা ভারতে থাকা মিশন ব্যবহার করতে চাচ্ছে। আমরা আমাদের এখানে মিশন খুলতে অনুরোধ করেছি। কারণ, এর মধ্যে যারা আবেদন করেছেন, তাদের ওয়ার্ক পারমিট আসেনি। তাই কনস্যুলার সেবা ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি।

মোমেন বলেন, শ্রমিক পাঠানোর বিষয়টি দেখবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এটি হবে সরকার টু সরকার পর্যায়ে।

রোমানিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
X
Fresh