• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২১, ১৬:৫৬
ঢাবির, নৃবিজ্ঞান, বিভাগের, ৬, লাইনের, বিজ্ঞপ্তিতে, ২২, ভুল,
ভুলে ভরা বিজ্ঞপ্তিটি । ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছয় লাইনের একটি বিজ্ঞপ্তিতে ২২টি বানান ভুল পাওয়া গেছে। ভুলে ভরা বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শায়লা শারমিন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) ওই বিজ্ঞপ্তিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে৷

এ বিষয়ে অধ্যাপক শায়লা শারমিন জানান, বিভাগের অফিস সহকারী ভুল করেছেন। সই করার সময় তিনি ভুলগুলো খেয়াল করেননি।

ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অধ্যাপক ড. শায়লা আরও বলেন, ‘বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত৷ সই করার সময় খেয়াল করিনি৷ ভবিষ্যতে আরও সতর্ক হব৷ এ জন্য আমি ক্ষমাপ্রার্থী।'

নৃবিজ্ঞান বিভাগের ওই বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকা গ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে৷

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাডারদের ২৩ নামের ভুল সংশোধন করে প্রজ্ঞাপন
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
X
Fresh