• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইনি কাঠামোর মধ্যে ব্যবসার সুযোগ দাবি ই-কমার্স প্রতিষ্ঠানের 

অনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর ২০২১, ১৮:৫৪
আইনি, কাঠামোর, মধ্যে, ব্যবসার, সুযোগ, দাবি, ই-কমার্স, প্রতিষ্ঠানের,  
ছবি: সংগৃহীত

কোনো ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ না করে সেগুলো আইনি কাঠামোর মধ্যে এনে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ই-কমার্স গ্রাহকদের সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন (বিইসিএ)। সোমবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে সাতটি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে-কোনো ই-প্রতিষ্ঠান বন্ধ নয়, সেগুলোকে আইনি কাঠামোয় এনে ব্যবসা করার সুযোগ দিতে হবে। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে তিন-চার কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্ট করা টাকা ফেরত দিতে হবে। কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে গ্রাহকদের পেমেন্টকৃত টাকা গেটওয়েতে (গ্রাহক) ক্লেইম করলেই ফেরত দিতে হবে।

সংগঠনটি আরও দাবি জানায়-কোনো ই-কমার্স প্রতিষ্ঠান সেবা দিতে ব্যর্থ হলে বা গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে, তাহলে এর দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। নতুন পুরোনোসহ সব ডিসকাউন্ট দেওয়া ই-কমার্স কোম্পানিগুলোর লাভ-লোকসানের হিসাব প্রতি মাসে নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। নিরীক্ষার খরচ চাইলে সরকার অথবা ই-কমার্স প্রতিষ্ঠানকেই নিতে হবে। নতুন করে বিজনেস করতে আসা ই-কমার্স প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। শিগগিরই এসক্রো পদ্ধতিকে অটোমেটিক ও ডিজিটাল করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমেদ হৃদয়, সাধারণ সম্পাদক আবিদ খান, কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জেসি আলম হৃদয়, সাধারণ সম্পাদক আলামিন আহমেদসহ শতাধিক ভুক্তভোগী ক্রেতা।

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
বীমা দাবির ১০ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স
এমপি একরামুলের শাস্তি দাবি জেলা আ.লীগের
X
Fresh